১৫০ বার পড়া হয়েছে
মানুষের রূপ
কবির মাহমুদ
বেজি দেখে সাপকে করে ফোঁস ফোঁস,
নিজ গা ঢেকে রাখে
অন্যের দোষ।
হিংস্র পশু নয় তবু মাংসাশী?
সুখ সেরে বিষ ঢেলে
যায় হাসি হাসি।
দানবের রূপ ঝেড়ে নেয় সুখ সেরে,
সিংহের হুংকারে
আসে খুব তেড়ে।
শিয়ালের চালাকি কুকুরের ঘেউ,
ভয় পায় পাশে এসে
দাঁড়াতে কেউ।
অন্যায় করেও নয় নত শির,
বীর নয় তবু সে
অলিখিত বীর!
শুটকির পাহারায় বিড়ালের মিউ?
দিয়ে যায় আদালতে
ইন্টারভিউ!
আর কতো নেবে বলো সাক্ষাৎকার?
স্বার্থের পৃথিবীটা
শুধুই অসাড়।