১১৯ বার পড়া হয়েছে
হয় না বলা।
নাজিরা পারভীন।
আমার ভীষণ একলা লাগে
ভগ্ন হৃদে ধুকপুকানি শঙ্কা জাগে
আঁধার বনে মিটি মিটি জোনাক আলো
শীত তাড়াতে শুকনো নাড়ায় আগুন জ্বালো
ধুলো মাখাশূন্য টেবিল হালকা কালো
হয় না ভালো।
ভগ্ন হৃদে ধুকপুকানি শঙ্কা জাগে
দমকা হাওয়ার আচমকা ঢেউ ঝাপটা লাগে
আমার ভীষণ একলা লাগে।
ভোর বেলাতে শিউলী ফোটার আগেভাগে
শক্ত গায়ে হাতটা ছোঁয়ার ইচ্ছে জাগে।
হয়না ছোঁয়া!
দিনের শেষে শূন্য ঘরে আবছা আলো
তোমার কায়া স্বপ্নে ছোঁয়া হয় না ভালো
গভীর রাতে আমার ভীষণ একলা লাগে
কেমনে বলি? সত্যিকরে তোমায় পাবার ইচ্ছে জাগে।
হয়না বলা।
রই একেলা।।