১১১ বার পড়া হয়েছে
হৃদয়ের মাঝে যুগ যুগ ধরে
উম্মুল খায়ের
হৃদয়ের মাঝে যুগ যুগ ধরে যে ব্যথা লুকাতে চাই
লুকাতে গিয়ে বার বার যেন নতুন করে ব্যথা পাই
রাতের তারারা মিটিমিটি হেসে আমাকে কাঁদিয়ে যায়
বাঁকা চাঁদ যেন তাই ভৎসনা করে একাকীত্বে হায়!
মনের মধ্যে আধিপত্য তোমারই, জানি তা জানি
নীরবে নিভৃতে ঝরাও তুমি আঁখির যত দামী পানি
কেমন করে চলে গেলে অভিমানে, ভুল বুঝে প্রিয়জন
প্রতি পলে পলে জীবনে আমার তোমাকেই প্রয়োজন
রাতের আকাশে তারা হয়ে তো জ্বলবে চিরকাল
নিজেকে বলো কি করে বুঝাই?
আমি যে খুব বেসামাল
মাঝরাতে ঠিকঠিক ঘুম ভেঙে যায় স্বপ্নে কাছে পেয়ে
একবার এসে দেখা দিয়ে যাও প্রিয় বাস্তবের সত্য হয়ে।