হিসেবের হালখাতা।
ফারজানা ফেরদৌস
তুমি এক সন্ধ্যাঘরফেরা পাখি
শেষ বিকেলে আমার সমুখে
তোমার যাত্রা বিরতি
হৃদয়হারা প্রেম খুঁজে ফেরা
যেন ক্লান্ত পরিযায়ী।
দূরে ফেলে আসা ভুল চিহ্নরেখা
এ পথে এসেছো তুমি সর্বহারা
নদীর শূন্য বুক তৃষ্ণার্ত মরু পথে
খুঁজে পায় না প্রেম কঠিন শিলার বুকে।
কর মেলে থাকা গরানের বন
ডেকেছে সেগুন শিরিষের সাথে
ছায়া পাশে রেখে দাঁড়িয়ে কি ছিলে
খরতাপে সেই কাষ্ঠদণ্ড জড়িয়ে?
ত্রস্ত সারস বলেনি? এবার থামো!
রৌদ্রের আশ্লেষে ডাহুকের ডাক শোনো!
অচলের ভালোবাসা মুছে ছিলো ক্লান্তি
সেই কবে, তুমি মানো আর না ই মানো।
জীবনের যত বেহিসেবী ভুল
আজও হিসাবের হালখাতায়
কি করে বল ফিরিয়ে দেবে
হারানো প্রথম বৈশাখ।