১৮৫ বার পড়া হয়েছে
স্বপ্নরা চায় অমরতা।
শামীমা নাইস
৫/১২/২০২১
স্বপ্নের মিথ্যে রঙে
নিজেকে রাঙাতে চাইনি কখনো
তবু কিছু অশান্ত আবেগ
তাড়া করে অনুক্ষণ।
ভাসিয়ে নিয়ে যায় মেঘের ডানায়
নিয়ে যায় তেপান্তরের ধূ ধূ প্রান্তরে
সেখানে অন্ধকার নামে সমান্তরালে
মহুয়ার গন্ধে মগ্নতা আসে
দূর থেকে ভেসে আসা ভৈরবী সুর
মনে জাগায় অনন্ত শূন্যতা
দুঃসাহসী কুয়াশায় ভিজে যায় শরীর মন
জেনে বুঝে অচেনা দুঃখকে করি আলিঙ্গন।
বেদনার অগ্নিদাহে
ঢেলে দিয়ে ইচ্ছের গরল
স্বপ্নরা তবু বাঁচতে চায়
অনলের গহীন গোপনে;
পুড়ে পুড়ে খাঁটি হয়
চায় আগুন পাখির মত অমরতা।