১৭৪ বার পড়া হয়েছে
সাহসিকতা
লুৎফুর রহমান চৌধুরী রাকিব
লক্ষ কোটি মানুষের সাহসিকতায়
দেশটি হলো স্বাধীন
পালিয়ে গেলো পাকবাহিনী
বাজলো যখন বীন।
ওরা সবাই এক হয়ে
যখন বুক দিলো পেতে
বাংলার পবিত্র মাটি তখন
খুশিতে উঠলো মেতে।
জোয়ান বৃদ্ধ সবাই বলে
চলরে সবাই চল
বিজয়ের নিশান হাতে নিয়ে
ছুটলো তরুণ দল।
ওরা সবাই জাতির গৌরব
বীরশহীদ তাঁদের নাম
তাদের প্রতি আমরা জানাই
লক্ষ কোটি সালাম।
UK//