১৮৬ বার পড়া হয়েছে
সম্পর্ক।
রাজিয়া সুলতানা
সম্পর্ক বিজ্ঞাপনে নয়
অনুভূতিতে সুমধুর হয়
ত্যাগ আর পাওয়ার মধ্যে
সম্পর্কের চাঁদ উঠে সান্নিধ্যে
দুজন দুজনার বুঝা পড়ায়
মনের সূর্য উঠে আশায়
বিশ্বাসে শান্তি উবে
অবিশ্বাসে প্রশ্ন ডুবে ।
ভরসায় স্বপ্ন হাসে
নাখুশে যন্ত্রণা ভাসে
সম্মানে সম্মান বাড়ায়
অবহেলা কষ্টে পোড়ায় ।
কেয়ার করার ছোঁয়ায়
বসতি শিখড় ছড়ায়
কর্তব্যে শ্রদ্ধা আসে
নয়তো দুঃখ পাশে ।
শুভ্র গল্পের সুরধ্বনি
সুখময় করে জীবনী
হ্নদয়ের খোলা দৃষ্টি মেলো
দেখবে প্রাণ খোলা আলো ।
২ Comments
দারুণ লিখেছেন আপু!
very good job; Congratulations.