শীতের অনুভূতি
ফরিদা বেগম।
2/12/2020
আহা কি মিষ্টি শীতের সকাল,
সারারাতের শিশিরকণা মুক্তোর মত,
ঝরে ঝরে আকাশকে করেছে মৃদু লাল,
সেই মুক্তোর কণাগুলি এসে লেগেছে,
সবুজ ঘাসে, ফুলবনে, পাতার ফাঁকে,
প্রকৃতির এই অপরূপ রুপ দেখে, চেয়ে থাকি মুগ্ধ চোখে
আহা কি সুন্দর শীতের মৌসুম,
কোথা থেকে ঝাকে ঝাকে পাখি এসে নদীর চরে,
ডুব দেয়, গান গায়, আনন্দে মাতামাতি করে,
খেজুর গাছে খেজুরের রস, নতুন গুড় পাটালীর ঘ্রাণ,
চারিদিকে পিঠা আর পায়াসে আমন্ত্রণ
আহা কি সুন্দর শীতের আয়োজন,
হরেক রকম সবজির স্বাদ, কুমড়োর বড়ি ,
ফুলকপির ডালনা, মটরশুটি পোড়া আর কত আয়োজন
আহা কি সুন্দর শীতের বিছানা
লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি,
চোখে নানা রকম স্বপ্ন ভাসে,
মনে হয়, মায়ের আঁচলে জড়ানো ভালোবাসা,
ভাই বোন মিলে, ফুল কুড়ানো ছোট্টবেলা
যখন ঘুম ভেঙে যায়, শৈশব কৈশোর হারিয়ে যায়
চোখ থেকে ঝড়ে পরে কুয়াশার টুপটাপ বৃষ্টি, স্বপ্নগুলো ঝাপসা হয়।
৬ Comments
আমার শীতের অনুভূতি কবিতাটি প্রকাশ করার জন্য লেখক ও কবি আবুল খায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ
শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই বনে বনে এই অনুভূতিতে আমার লেখা শীতের অনুভূতি কবিতাটি আপনাদের ভাল লাগুক এই প্রত্যাশায়
কবিকে অভিনন্দন।
চমৎকার সুন্দর কবিতা
লেখার জন্য।
ধন্যবাদ ও অভিনন্দন, শীতের শুরুতে আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হলাম/
সুন্দর ভালো লাগলো।
শীতের আয়োজনে সবাইকে নিমন্ত্রণ