১৬৪ বার পড়া হয়েছে
বিমর্ষ।
নূরজাহান শিল্পী।
ধরিত্রীর পায়ে শেকল
স্বপ্নবিদ্ধ বিমর্ষতায় আচ্ছন্ন লোকালয়
ফ্যাকাসে চারপাশ আজ
নিস্তব্ধতার চাঁদরে ঢেকে আছে
বিষাদের ভাঁজে ভাঁজে বাঁচার আকুতি
পিনপিন নীরবতায় অদৃশ্যমান ভাইরাসের হুতাশন
চাঁদের গায়ে লেগেছে অমাবস্যা
নিশীথ বাতাস উড়িয়ে নিয়ে যাক
উর্ধাকাশের মালিক জীবন-মরণে
তোমার আশ্রয়ে আজ কাল আগামী
ক্ষমা করো আমাদের মহাপাপ।
London/UK
১ Comment
wow! Congratulations.