১১৩ বার পড়া হয়েছে
বাঁশি।
আঁখি বৈদ্য।
তখন আমি অষ্টাদশী-
প্রতিদিন রাত বারটা
কোথা থেকে যেন ভেসে আসে বাঁশির সুমধুর সুর
আমাকে ব্যাকুল করে তোলে
আমি জেগে থাকি, প্রতিদিন থাকি
আকুল হৃদয়ে অপেক্ষা করি রাত বারটার।
বহুদিন শুনিনা সে বাঁশি আর
জীবনের প্রয়োজনে বহুদিন আগে
বহুদূরে গিয়েছি সরি
তবুও বুকের গভীরে রাত বারটা
গোপনে হৃদস্পন্দন জাগায় নিরবধি।
আজও আমি অপেক্ষায় থাকি সে বাঁশির
কিন্তু কি আশ্চর্য
যার বাঁশির টানে আমার এত ব্যাকুলতা
সে বাঁশি কে যে বাজাত সুমধুর সুরে
আজো আমি তা জানি না।
শুধু রাত বারটা
আজো আমাকে টানে
বাঁশির সুরের ভুবনে
আমার অষ্টাদশী আবেগ এখনো ছুটে চলে
অজানার পথে ব্যকুল হৃদয়ে।