১৬২ বার পড়া হয়েছে
বর্ণময় ভালোবাসা।
মাসুমা ডেইজী
০৩.১২.২০২১ ইং
কেবল বলো
ভালোবাসা ভালোবাসা,
জানো কী,
কত রঙ এই ভালোবাসার।
জিজ্ঞেস করে দেখ
ঐ ক্ষুধার্ত শিশুকে,
ও ভাত খেতে কত ভালোবাসে।
আর্ত মা জানে
তৃষ্ণার্ত শিশুকে নীরস স্তন্যদান
কত ভালোবাসে।
বিবশ পিতা জানে
শোধন নোটিশ হাতে
বাচ্চার চোখ মুছতে কত ভালোবাসে।
বেকার মেধাবী যুবক জানে
নিভৃত বাবার টাকায় খেতে
কত ভালোবাসে।
বেহায়া অকাল জানে
মালদারের ছিটেফোঁটা কাঙাল ভোজ
কত ভালোবাসে।
নিশাচর প্রেমিক জানে
সঙ্গী সাথে,
তবু নিশীথে কোন স্মৃতি আঁকড়ে বাঁচে।
জানে পূজারী?
এক পূজায় এতো বৈচিত্র্য,
ঈশ্বর ক্যান নীরব নিস্তব্ধ থাকে!!
১ Comment
very good job; Congratulations.