নোঙ্গরবিহীন যাত্রা।
হাসিদা মুন।
নোঙ্গর বিহীন যাত্রায় একাকী জগত যাপন
এতে অনুপ্রবেশ নেই কারোতে কারোর,
প্রলম্বিত দিন রাত্রির স্রোত তলিয়ে যায়-
ঘোরে দুরন্ত নাটাই
মোহমগ্নতায়….
কালের প্রবাহ গুটিয়ে নেয় ভগ্নাংশ
ডুবো সাঁতারে সমর্পিত হয়ে
নিঃশেষ আঁচড় কাটি ,
নীল পদ্মের বোটা ছিড়ে
জলের সীমান্ত খুঁজি জলপথে
ঠিকানা হারানো বন্দরে ….
যেখানে ঝিমোয় তপ্ত দুপুর
ঘামে হলাহল হলে
নিরানন্দ প্রহরের লতা গুল্ম সরাই –
জলচিত্রের জলের কণায়
অসহিষ্ণু সুরার ফোটা পড়ে
গন্তব্য ভুলি দূরের কণ্ঠস্বরে …
অবাধ চেতন গোপনীয়তায় জেগে থাকে
বাষ্প চুইয়ে পড়ে হৃদয়ের গহীনে
বাষ্পীভূত হয়ে উধাও হতে হতেই
আরেক কলসি ভরে দিয়ে যায় সময়…
জ্যোৎস্নার অমরাবতী পরাগ সান্নিধ্য
লুকানো থাকে সমগ্র মাদকতায়
প্রতি নিমেষের বীজমন্ত্রে ……
১ Comment
congratulations.