নির্ঘুম রাত।
লায়লা বিলকিস
০৫-১০-২০২১ইং
কত যে রাত নির্ঘুম কেটে যায়
সে খবর কে রেখেছে কবে!
ব্যথার টানে দুই চোখ টনটন করে
তবু ঘুম আসেনা চোখে।
রাতের আঁধার বাড়তে থাকে
বাড়ে বুকে দ্বিগুণ জ্বালা।
শূন্য ঘর-চৌকাট জুড়ে ছেঁয়ে থাকে
শুধু হতাশার মালা।
জীবনে চাওয়া পাওয়ার যে গরমিল
তা কোনোদিন পূরণ হবার নয়,
তবু ভালো থাকার যেন ব্যর্থ চেষ্টা
ব্যর্থ অভিনয় করে যাই।
এ জীবনের পদে পদে শুধু
দুঃখ গাঁথা আর অপমান!
তবু সময়ের স্রোতে ভেসে চলি
ভুলে যায় সকল অভিমান।
খড়কুটোর মতো অযত্ন-অবহেলায়
আমিও বেঁচে থাকি!
হয়তো এটাই নিয়তির খেলা
এই সান্তনা বুকে পুষে রাখি।
রাতের আঁধার ম্লান হয়ে যায়
সূর্য ওঠে হেসে,
পৃথিবীর নিয়মে পৃথিবী চলে
আমিও চলি ভেসে।