১৪৯ বার পড়া হয়েছে
দুঃখগুলো
মাহবুবা ফারুক
ঘুড়ি করে উড়িয়ে দিলে কুড়িয়ে কেন আনো
দুঃখগুলো সুক্ষ করে বক্ষে কেন টানো?
অবসরে কাজের ভীড়ে যখন যেমন থাকি
আমি তো চাই দুঃখরা দিক একটুখানি ফাঁকি।
আনবাড়িতে মান পেয়ে ওই সুখের হাবুডুবু
দুঃখ ছাড়া হতচ্ছাড়া সুখ যে কেন তবু।
বলব হেসে দুঃখ এসে থাক তো বসে পাশে
পুড়িয়ে আমায় মুড়িয়ে রাখে সে-ই ভালোবাসে।
১ Comment
চমৎকার লিখেছেন কবি