১৫৪ বার পড়া হয়েছে
কবিতা: দুঃখ। অহনা নাসরিন।
যমজ পাহাড় কেনা শখ।
সুখ-দুঃখ যমজ পাহাড়
খুচরো পয়সা কিছু জমা আছে
কিছু স্বপ্ন আছে, আর কিছু ইচ্ছে আছে
ভাবলাম এতে হয়ে যাবে।
সাহস করে দক্ষিণে যাই।
পাহাড়ের খোঁজে
পাহাড় কেমন করে কিনতে হয় আমার জানা নেই।
সমস্ত অরণ্য তন্ন তন্ন করে খুঁজি কোথাও পাহাড় নেই।
তারপর উত্তরে গেলাম-
নদীকে বললাম-আমি একটি পাহাড় কিনতে চাই
কলকলিয়ে জবাব দিল- পাহাড় বইতে পারবে?
বুকের ভেতর যে পাহাড় তারও অধিক ভারী?
নিত্যদিন বয়ে চলি আর এ পাহাড় তো সামান্য
নদী বললো,
বেশ বেশ তোমায় আমি একটি দুঃখের পাহাড় দিলাম।
আমি এখন বুকের ভেতর দুঃখের পাহাড় বয়ে বেড়াই।