২০১ বার পড়া হয়েছে
তুই যখন ব্লকলিস্টে
সাফিকা জহুরা জেসী
কেন?
কেন ফিরিয়েও মুখ ফেরাতে পারি না তোর হতে?
কেন অন্তর্দৃষ্টি প্রতিমুহূর্তে চেয়ে থাকে তোর পানে?
এত দৃঢ়ভাবে তালাবদ্ধ করেও কেন বারবার দুয়োর খুলে যায় তোর পথে!
কেন আটকে যায় হৃৎস্পন্দন তোর নামে এসে!
বুকের বাম পাশের চিনাচিনানি কেন ঘড়ির কাঁটার মতো বিরামহীন জপতে থাকে তোকে অবিরত?
কেন শুকোয় না ক্ষত, প্রতিমুহূর্তে মিথ্যে অজুহাতের মলম লাগাই যত!
কেন আয়নার সামনে দাঁড়ালেই তোর করা প্রশংসাগুলো মনে পড়ে যায়?
কেন এখনও মাপতে থাকি সারাক্ষণ, বিশ্বাস বনাম মিথ্যে আশ্বাসের ঝুলন্ত দাঁড়িপাল্লা?
কেন আজও আক্ষেপগুলো নিক্ষেপ করে নেভাতে পারিনি বিধ্বংসী আবেগের জ্বালা!
কেন আমার ভাতের প্লেটের প্রতিটি নলা কেবলই তোকে খোঁজে!
মোবাইলে বেজে ওঠা সকল ধ্বনি কেন তোর সুধা ছড়ায়?
কেন আমার প্রতিটি লেখায়, সকল ভাবনায়, তোকে, শুধু তোকেই পাই!
কেন আমার তোকে দূরে ঠেলে দেবার পালটা জবাবে
তুইও আমায় দূরে ঠেলে দিলি?
কেন চুপচাপ থেকে, দূরত্ব মেনে নিয়ে, প্রশ্নের ভিড় জমালি?
কেন একবার, একবার আমাকে ডেকে, আমার ভুল ভাঙিয়ে,
তোর যত ক্ষোভ, অভিমান-অভিযোগ প্রকাশ করলি না?
কেন আজও ব্লকলিস্টে থেকেও এক মুহূর্তের জন্যও
তোকে ভুলতে দিলি না?
কেন এখনো মন চাই, একটিবার তুই ডাকবি!
কেন মাটিচাপা দেয়া দাফন হতে বেরিয়ে আসতে অস্থির অবুঝ মন?
কেন কষ্টের কান্নাগুলো অতীত ধুয়ে বারবার স্বপ্ন দেখতে চায়?
কেন সব ভুলে, সকল বাধা পেরিয়ে, খুব করে তোকে কাছে পেতে চাই?
কেন? কেন? কেন!
১ Comment
congratulations.