Share Facebook Twitter LinkedIn Pinterest Email ২৩১ বার পড়া হয়েছেজীবন যাপন। সুরাইয়া সুলতানা ২২-১১-২১. স্বপ্ন খেলে লুকোচুরি নিজের বুকেই হানি ছুরি মিথ্যা জীবন যাপন। চলতি পথে হাজার বাঁধা অনিচ্ছাতেও হৃদয়ে সাধা হয় না কেউ আপন। তবুও জীবনে যায় জড়িয়ে, কেউ বা আসে ভালোবেসে কেউ বা স্বার্থ সাধন।