১) কবিতা চোখ হাসে
তুমি হাসলে তোমার চোখ হাসে
মন কি হাসে বলো।
সাদা মেঘের বেলায় ভেসে
প্রেমের রাজ্যে চলো।
মন যে তোমার যাচ্ছে হেসে
যাচ্ছে অনেক দূর।
চোখ যে তোমার কথা বলে
তুলে নানান সুর।
কোন মায়াবীর চোখের নেশায়
পড়ছো তুমি বলো।
অভিভূত মন তোমার
কাব্যের সুর তোল।
গানের সুরে সুরে তুমি
সুখের প্রদেশ গড়।
২) ভালোবাসা
আমি ভালোবাসি চঞ্চল মনে
এক দুংস সাহসী পুরুষকে,
তার মনের ভাষাকে রচনা করে
আমি একটি কবিতা লিখেছি।
সেই কবিতার শিরোনাম ভালোবাসা।
তার গোলাপ মুখের মুক্ত ঝরা হাসি
ভ্রমর কালো দুটি চোখের জোনাক জ্বলা ইশারা।
তার কোমল হৃদয়ের চিত্ত
চেতনার নির্বাক আত্মা হাহাকার।
তার প্রতিটি নিঃশ্বাসের শব্দ যেন
হৃদয় বিনার তার।
সে যখন আসে ছুটে চপল পায়ে
তার চলার শব্দ যেন মাদল বীণা
ব্যাকুল করে তোলে আমায়।
সব মিলে করেছে সে আমায় মাতাল
ভালোবাসার মাতাল।
শুনো হে দুঃসাহসী পুরুষ,
তোমার পথপানে চেয়ে থাকবো
আমি অনন্তকাল।