ঘ্রাণ
রুবী শামসুন নাহার।
মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি
আমি একা বসে আছি,
বিছানার এ প্রান্ত থেকে ও প্রাণ্ত পর্যন্ত খুঁজে দেখি তুমি নেই –
আমার সারা জীবন ভয় ছিলো তুমি আমার জীবন থেকে চলে যাবে-
আমি আমার সুখ দেখে ভয় পেয়েছিলাম,
আমি সারা জীবন তোমার হাত ধরে ঘুমাতাম – হাত ছাড়িয়ে কখন না চলে যাও।
আমি তোমার ঘ্রাণের পেছনে ছুটতাম –
তোমার গায়ে সুগন্ধি লোশন, তোমার শরীরে মিশে এক অদ্ভুত নেশা তৈরি করতো , তুমি গা ঘেঁষে শুয়ে থাকতে-
প্রচন্ড গরমে তোমার গায়ে হাত দিয়ে রাখতাম
তোমার গা ছিলো সাপের মত ঠান্ডা।
তোমার অসুস্থতার পর তুমি ছুটে ছুটে এ ঘরে
আসতে-
আমি হেসে বলতাম তোমার ভালো লাগে কষ্ট করতে?
তুমি ঘাড় নেড়ে বলতে হা”-
তোমার হাঁটতে না পারার কষ্ট তোমাকে শেষ করে দিত তোমার কাজ করতে না পারার কষ্ট
তোমাকে জীবন্মৃত করে ফেলেছিল।
একটা প্রচন্ড ” না বোধ “- তোমাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল।
যেখানেই থাকো তুমি ভালো থেক, ভালো থেক প্রিয়ে।
১ Comment
congratulations.