খুঁজে চলি।
রুণা বিশ্বাস
তোমার প্রথম খোঁপায় গুঁজে
দেওয়া গোলাপের সুবাস
আজও ছড়িয়ে রয়েছে
সারা ঘরময় ।
আজও অমৃতময় পরশ
অনুভূত হয় তোমার সমগ্র
স্মৃতির আলাপন জুড়ে-
লক্ষ কোটি মানুষের ভিড়ে
খুঁজে চলি তবু পাই না
পায়ের চিহ্ন!
বিনিদ্র রাত কেটে যায়-
তোমারই অপেক্ষায়।
বিস্তীর্ণ সুনীল আকাশে
অপলক চেয়ে থাকি
সারাক্ষন খুঁজি তোমাকে।
অনুভব করি বাতাসের
স্পর্শে।
সূর্যাস্তের রক্তিম
আলোক রেখায় খুঁজি
বৃষ্টির ফোঁটায় কখনো
ঘাসের শিশির বিন্দুতে
তোমাকে খুঁজে চলি।
দুর্ভেদ্য অন্ধকারে হাতড়ে
বেড়াই তোমার অজস্র স্মৃতি।
দিগন্ত রেখার ধারে ধারে
যেখানে বৃত্তাকারে মিশেছে
আকাশের প্রগাঢ় নীলিমা
নিস্তরঙ্গ শান্ত দিঘীর ওপারে
যেখানে বাসা বেঁধেছে
পানকৌড়ির ঝাঁক
আমি সেখানেও খুঁজে চলি
তোমার নিঃশব্দ পদচারণা।
স্মৃতির শহরে নগরে বন্দরে
শুধুই খুঁজে মরি হারানো চিহ্নগুলো।
সবুজের সমারোহ যেখানে
আকাশচুম্বী
নদীর তরঙ্গ যেখানে
হয়ে ওঠে উত্তাল
আমি তোমার ভাবনায় হয়ে
উঠি বেসামাল!
Berhampore, India
১ Comment
very good job; Congratulations.