১২৬ বার পড়া হয়েছে
কষ্টগুলো
মাহবুবা ফারুক
অবহেলার রোদ বৃষ্টিতে পড়ে থেকে
এক সময় পাথর হয়ে গিয়েছে
কুড়িয়ে নেয়না কেউ
গড়েনা গহনা অথবা কোনো প্রাসাদে
ইমারতে লাগেনি কাজে,
কোনো আঙ্গুলের জন্যে নির্ধারিত হয়না
ভাগ্য ফিরানোর দায় নিয়ে,
তার কোনো নাম নেই রঙ নেই
দামি পাথরের যেমন থাকে।
সেই পাথর একদিন তৈরি করে দিল
মানুষ চেনার পথ।
এই পথ ধরে যেতে যেতে দেখি
মুছে গেছে অনেকের পায়ের ছাপ
এত এত চেনা নাম ধরে ডাকি
এত এত মুখ মনে করে খুঁজি
কাউকে দেখিনা
কেউ নেই পথের কোথাও,
পাথরের কেউ থাকেনা শুধু চেনার চোখ ছাড়া।
আর কষ্টের বুক ছাড়া।