২৭২ বার পড়া হয়েছে
এক দীর্ঘশ্বাস।
সুরমা খন্দকার
(৩০/১১/২০২১)
এক দীর্ঘশ্বাস
সুরমা খন্দকার
আমাদের ছিল এক দীর্ঘশ্বাস
ভিতর জুড়ে রক্তের হাহাকার
বিদীর্ণ হৃদয় বসবাস।
কতোটা উতলা হলে নদী
নতজানু হয়ে,ছুঁয়ে যায় ভূমি!
কতোটা ভালোবাসলে হৃদয়
খাঁটি হয়ে, হয় দীর্ঘশ্বাসের মরুভূমি!
কতোটা একা হয়ে চাঁদ
বিরহ ভরা জোছনা দেয়?
কতো শূন্যতা চাপালে বুকে কলকল কান্না বয়।
১ Comment
wow! very good job. congratulations.