ইতিহাস।
বৃষ্টি মাসুদ।
তোমরা কাকে ইতিহাস বলো আমি জানি না,
আমার কাছে ইতিহাস একটি দেশ,
একটি বিজিত জাতী
আমার কাছে ইতিহাস মানে একটি রক্তাক্ত দলিল,
সাজানো বাগানে হায়েনার কালো থাবা,
নয় মাস অগ্নিতাপে জ্বলে
ভূমিষ্ঠ হয় যে স্বপ্নের তাই ইতিহাস
তোমরা কাকে ইতিহাস বলো, আমি জানি না,
সেদিন দেখেছি, মাঠে ময়দানে,
পাড়ায় মহল্লায়, মিটিং মিছিলে
রাজপথ কাঁপিয়ে মিলিত জনতার মুক্তির নেশায় উন্মাদনা,
দেখেছি সেদিন কি করে আকাশ বাতাস কেঁপে উঠেছিল একটি বজ্রকন্ঠ,
শ্লোগানে শ্লোগানে মুখোরিত ছিলো সোনার বাংলা।
রক্ত টকবগে তরুণেরা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঝলসে উঠেছিল সেই একাত্তুরের অগ্নিঝরা দিনে,
সেইদিনটি আমার কাছে ইতিহাস।
আমার কাছে ইতিহাস মানে,
বুকের মাঝে ক্ষত ভুলে মিছিলে মিছিলে হাঁটা, শত্রুরগুলিতে,
ঝাঁঝরা হয়ে যাওয়া বুকের জমিনে
স্বাধীনতা খোঁজা,
ব্যথাতুর হৃদয়ে, দগ্ধ শরীরে বেঁচে থাকা,
বিধবস্ত ফসলের মাঠেও
নতুন সূর্য দেখা,
মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কষ্টের কথামালা গাঁধা,
প্রবল দেশপ্রেমের টানে প্রতিরোধ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরা।
আমার কাছে ইতিহাস সেইদিনের উত্তক্ত রাজপথ,
রেসকোর্স ময়দান,
মিছিলে আর জনসভায় তরুণ কণ্ঠে উচ্চারিত প্রতিধ্বনি।
আমি তোমাদের মতো ইতিহাস খুঁজি না,
কিন্তু সেইদিন পথ ঘুরে দেখলাম সাতান্ন হাজার বর্গমাইলের একটি দেশের জাতী ধর্ম নির্বিশেষে একই মন্ত্রে সংগঠিত হয়েছিলো,
সেইসাথে যুদ্ধের দাবানলে পুড়েছিল সমস্ত দেশ,
অকুতোভয় প্রাণপ্রিয় ভাইয়েরা বুলেটের সম্মুখে দাঁড়িয়েছিলো হাসিমুখে,
মায়েরা রাস্তায় রাস্তায় খুঁজে বেড়িয়েছিল,
তার স্বামী, তার সন্তান,
বাবারা লজ্জা আর হতাশায় খুঁজে ফিরছিলো তার সম্ভ্রম হারানো মেয়েকে,
তখনি–আমি খুঁজে নিলাম আমার জন্মের ইতিহাস, আমার বাংলার ইতিহাস।
আমি তোমাদের মতো করে ইতিহাস জানি না,
কিন্তু সেদিন জেনেছি কি করে আমার দেশকে মেধা শূন্য করা হয়েছিল,
জেনেছি সেদিন কেমন করে রাতের অন্ধকারে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল,
লোকালয়ে, শহরে,
ঘরে ঘরে চালানো হয়েছিলো তল্লাশি কি করে নৃশংসভাবে করা হয়েছিল গণহত্যা,
নর্দমায় নর্দমায় ফেলে দেয়া হয়েছিল আমার শহীদ বাবা আর ভাইকে,
বধ্যভূমিতে ভাসছিল শুধু লাশ আর লাশ,
মানবতাকে ও সেইদিন দেখেছিলাম শোকে আর লজ্জায় মাথানত হতে, আমি জানলাম এমন করেও ইতিহাসের জন্ম হয়।
আমি ইতিহাস দেখিনি,
শুধু সেদিন দেখেছি সবুজের মাঠে লাল টকটকে সূর্যটা মায়ের আঁচলে দুর্জয় নিশান হয়ে উড়ছে,
দেখেছি কি করে সন্তান হারানোর মায়ের কষ্ট সগৌরবে বিজয় হয়ে পৃথিবীর মানচিত্রে ভাসছে,
দেখেছি সেদিন মায়ের ফ্যাকাশে শাড়ীর আঁচল রক্তাক্ত হয়েছিলো স্বাধীনচেতা সন্তানের রক্তে,
আমি দেখলাম মায়ের আর্তনাদ যখন রক্তাশ্রু হয়ে মানচিত্রে বিজয় হয়ে উড়ে তাই বুঝি ইতিহাস হয়।
আমি দেখলাম আমার অস্তিত্বে মিশে আছে ইতিহাস,
আমি বুঝলাম আমার বুকের বা পাঁজরে প্রতিনিয়ত ধকধক করে হৃদপিন্ডটা যে বিজয়ের শ্লোগান বাজায় সেটাই আমার ইতিহাস।
মায়ের আর্তনাদ ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া ইতিহাস,
বাবার হাহাকার, বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া ইতিহাস, একটি দেশ,
একটি জাতী সম্প্রীতির বন্ধনে দৃঢ় প্রত্যয় নিয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে সেই আমার বাংলার ইতিহাস।
১ Comment
congratulations.