আজ আমার তেমন কোনো ব্যস্ততা নেই।
ফরিদা আক্তার
ব্যস্ত নগরীতে ব্যস্ত দিনের শেষে
এখন আমার তেমন কোনো ব্যস্ততা নেই
জ্যামে আটকানো রাস্তার ফাঁকে ফাঁকে হেঁটে
গাড়ি ধরার তাড়া নেই।
ঘরে ফিরতে দেরী হওয়ার আতঙ্ক নেই
আমি ধীরে পায়ে হাটি ব্যস্ত পথের ধারে
শূণ্য ঘরে কেউ আমার অপেক্ষায় নেই
আমার এই মুহূর্তে তাই কোনো ব্যস্ততা নেই।
আমি বরং ফুটপাতে দাঁড়িয়ে হকারের ডাক শুনি
গাড়ির হর্নের শব্দে ফিরে তাকাই
দ্রুতগতিতে ছুটে আসা গাড়ির দিকে।
পাশের দোকানে অনেক মানুষের চা খাওয়ার ভীড়
আমি বরং সেখানে দাঁড়িয়ে এক কাপ চা খাই
শূন্য ঘরে গিয়ে একাকী চা খাওয়ার মন নেই এখন
ব্যস্ত রাস্তার ধারে খেতে মন্দ হবে না তেমন।
ভালোবাসার বন্ধনে জড়ানোর প্রিয়জন কাছে নাই
প্রণয়ঘটনে তাই সময়েরও দরকার নেই
এই মুহূর্তে আমার সত্যিই কোনো ব্যস্ততা নেই ।
আমি বরং রাস্তায় দাঁড়িয়ে সন্ধ্যায় ঘরে ফেরা মানুষের ব্যাকুলতা দেখি
চলন্ত গাড়িতে ঝুলতে ঝুলতে উঠে
কোনমতে গাড়ির হেন্ডেল ধরে মানুষের ছুটে যাওয়া দেখি
চারদিকের কোলাহল অচেনা মানুষের আনাগোনা
নিজেকে খুব একা ভাবারও কোন দরকার নেই ।
কঠিন ব্যস্ত জীবনের ব্যস্ততাহীন এই সময়ে
আমি বরং নীরবেই ব্যস্ত নগরীর সন্ধ্যার ব্যস্ততা দেখি
আজ আমার এই মুহূর্তে সত্যিই কোনো ব্যস্ততা নেই।