১২৭ বার পড়া হয়েছে
কবিতায় হাতছানি
মো: সৈকত জোয়ারদার বাবু
নদীর জলে ছায়া উড়িয়ে গাঙচিল,
শালিক দোয়েল উড়ে যায় দেখো,
সবুজের মাঠে আকাশের নীল।
ছায়া পড়ে বিহঙ্গিনীর, জল সাগরে সূর্য,
সবুজের শ্যামলা এই বাঙলায়,
অবনীর প্রেমের মাধূর্য।
ছায়া দেখে প্রাণভরে, জলে রঙতুলি,
মাগো ভালোবেসে দিয়েছে প্রাণ,
কবিতায় হাতছানি।
১ Comment
very good job; congratulations