ঘৃণা প্রচলিত কাঠামোকে।
কুলসুম আক্তার সুমী।
(১১-২৯-২০২১)
উটের মতো বালির নিচে মুখ লুকিয়ে থাকি।
অন্ধের হস্তি দর্শনের মতো ঠ্যাং কে থাম ভেবে—
না দেখার ভান করি, এড়িয়ে যাই অনেক কিছু।
তবুও কিছু কিছু নাকের ডগায় সজোরে ধাক্কা মারে,
বালির বাঁধের মতো ধৈর্যের বাঁধ ভাঙে,
বোবার মুখে অনুচ্চারিত শব্দ হয় গোঙানির মতো।
বুয়েটে সুযোগ পাওয়া সন্তানদের সাথে অভিভাবকদের হাস্যোজ্জল ছবি,
আর আবরার হত্যা মামলার অভিযুক্তদের
কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার ছবি পাশাপাশি দেখি।
আমার বোকা, বেয়াড়া মন ঘৃণার পাত্র খোঁজে;
কাকে ঘৃণা করবো আমি? কাকে??
ভাবে, অমূল্য মেধার কী অনর্থক, অপূরণীয় অপচয়?
ধোঁয়াশা, ধুলিঝড় বোধের কক্ষপথে, চোখ মেলা ভার!
যা কিছু দেখা যাচ্ছে নিকট ও নির্দিষ্ট দূরত্বে—
সবটা কি মানুষ? চেনা তো যায় না, মুখোশে ঢাকা।
প্রতিবাদ-প্রতিরোধহীন কবরের নিস্তব্ধতা চারিপাশে,
প্রচলিত কাঠামোর বিরুদ্ধে কথা বলবে কে?
সংখ্যাগরিষ্ঠতার গিলোটিন পিষে মারবে তাকে।
শববাহী যানে ভরে গেছে মনুষ্যত্বের শ্মশানঘাট,
সৎকারের লোক নেই কোনও!
বিবেকের ভষ্ম দিয়ে দাঁত মেজে নিয়েছেন
লালসার লকলকে জিহ্বা নিয়ে ক্ষমতার শীর্ষে অবস্থানকারীরা।
হাত ধুয়ে বসে গেছেন বুঝে নিতে ——
যার যার হিস্যা!
১ Comment
congratulations.