৩৫৫ বার পড়া হয়েছে
গোপন প্রেম
তসলিমা হাসান
আমারি গোপন প্রেম
রহিবে গোপন,
চিরকাল আমারি হৃদয় মাঝে
শত সহস্র বছর;
এ প্রেম করিবে লালন খুব যতনে।
অনুরাগ, অভিমানে ভরা এ প্রেম
ছিন্ন হবে নাক কভু।
অধরা হয়ে রবে তুমি
ধরিতে চাহিব না কভু তোমারে।
জগতের যত প্রেমিক পুরুষ
আমারে যদি জানায় ধিক্কার
তবু এ প্রেম রহিবে গোপন,
আমারি মাঝে চিরকাল।
প্রেমের তৃষ্ণা ওঠে যদি কভু জেগে
আগুনে পুড়িয়ে দেব সে প্রেম
আমারি আসন শুধু তোমারি রবে।
তসলিমা হাসান
কানাডা: ১৭-১১-২০২১
৩ Comments
সুন্দর লেখনী।
very good job.
অসাধারণ লাগছে