এই শহরের ইতিক
কানিজ ফাতেমা
এ শহরে চাঁদও উঠে ফুলও ফোটে পথের ধারে
এ শহরে ফাগুন আসে আগুন হাসে বছর ঘুরে,
এ শহরের জ্বলন্ত রূপ চার দেয়ালে বিবেকটা চুপ
এ শহরে সুখ খুঁজে ফেরা মানুষ জ্বলে ঠিক যেন ধুপ।
এখানে ইট পাথরে গজিয়ে ওঠা তাসের ঘর
এ শহর কাঁচের শহর ঠুনকো বহর মানুষ পর,
এখানে শব্দ ভীষণ স্তব্ধ জীবন নীরব মরণ
এ শহর মন্দ ভালোর দ্বন্দ্ব যত করছে বরণ।
এখানে দেখতে ভালো চোখ ধাঁধানো রঙিন আলো
তবু মন খুঁজে ফিরে প্রদীপ জ্বলা সন্ধ্যা কালো।
ঝিঁঝিঁ পোকার গানের সাথে মাতাল করা উষ্ম হাওয়া
বৃষ্টি ভেজা মাটির সুবাস এই শহরে যায় না পাওয়া।
এখানে পিচের নিচে সবুজ মরে বন্দী হয়ে
এখানে পাখিগুলো অবিচার যত যাচ্ছে সয়ে।
এ শহরে আমিও বাঁচি ক্ষুদ্র তুচ্ছ বিন্দু হয়ে
এ শহরের বুকের মাঝে চলছে মৃত সিন্ধু বয়ে।