১৬২ বার পড়া হয়েছে
শিকল ভাঙার দিন
শাহাদাৎ হোসাইন কাওসার।
ন’মাস ধরে যুদ্ধ করে
পেয়েছি নতুন দেশ,
খুনের দামে পার করেছি
পরাধীনতার রেশ।
স্বাধীনতার বীজ বুনেছে
মায়ের চোখের জল,
নতুন ভোরের আশার আলো
বেঁধেছে বুকে বল।
ত্যাগের পরেই আসবে ফিরে
শিকল ভাঙার দিন,
শোধ হবে যে আমার মায়ের
চোখের জলের ঋণ।
কেউ হারালো বুকের মানিক
কেউ হারালো বাবা,
দুঃখের নদে ভাসিয়ে গেল
পাক হায়েনার থাবা।
হারিয়ে যাওয়া বীর শহীদরা
আসবেনা আর ফিরে,
তাদের দানেই থাকছি মোরা
মুক্ত স্বাধীন নীড়ে।
লেখকঃ শাহাদাৎ হোসাইন কাওসার
রিয়াদ, সৌদি আরব।
২১ নভেম্বর ২০২১