কবরবাসী
আয়েশা আহমদ জাহান আঁখি
সাড়ে তিন হাত ঘর আমার
দরজা জানালা নেই ছোট্ট কুটিরখানি
কি নিদারুণ শান্তি
ছোট্ট কুপির ন্যায় রশ্মিটুকু কি তীব্র আলো।
এটা কোরআন পড়ার নূরের আলো জ্যোতিকা,
আর নাকে আসছে শুধুই সুঘ্রাণ
নামাজের ঘ্রান, নবীর (দরূদে) কাছে আশা করে
না পাওয়া আকুতির ঘ্রান,
তাহাজ্জুদ এবং সকল নফল নামাজের অশ্রু সিক্ত,
আল্লাহ রাহে চাওয়াগুলোর না পাওয়া ধৈর্যের সুবাস
আমাকে প্রানে মনে বিমোহিত করে দিবে
অপার সৌন্দর্য আল্লাহ একান্ত দিদার পাওয়ার সুখ।
এ-ই সুন্দর সুখকর অনুভূতিটুকু
একছত্র অধিপত্য শুধু ই আমার।
আমার জগতটা আত্মিক
আত্মার অস্তিত্বে শোভিত মনোমুগ্ধকর প্রয়াস।
আমার আমল গুলো আমার সাফল্য অর্জন করবে।
ফেরেশতাদের জয়গান মুখরিত হবে জান্নাতি সুবাস
আর শ্লোগান হবে জান্নাতি আহমদ আর হাসিনার
উত্তরসরি ঐ দেখ জান্নাতি আয়েশা এসেছে।
শয়নে, জাগরনে,সুখে দুঃখে আনন্দে মন্দে ভালো
শুধু ই আল্লাহ রাহে রুহে আত্মায়, কলবে আল্লাহ ৷
জপেছে নফল রোজা ইবাদতের জন্য
আজ তার দিন এসেছে আমার (আল্লাহর)
দিদার হবে আজ সাজাও বেহেশতে বর্নিল সাজে।
আমার জাগতিক পারলৌকিক জীবন সফল।
আজ আমি কবরে শায়িত জান্নাতি কবরবাসী।