১৬৭ বার পড়া হয়েছে
কবর
আয়েশা সিদ্দিকা কনক,
মায়াবী রাতে আকাশের তারা গুনি,
তোমার কথা মনে করে
তোমার মুখটা আমার ঠিক মনে পড়ে না,
মাঝে মাঝে তোমার গন্ধ খুঁজে পাই,
তোমার ফেলে যাওয়া কাপড়ে,
স্নেহের ছোঁয়া লুকানো শাড়ির আঁচলে
তোমার আমার সম্পর্কের মালা গাঁথা জন্ম লগ্ন থেকে ,
মালার গিট্ শক্ত করতে গিয়ে,
তুমি হয়েছিলে ক্ষত বিক্ষত।
না জানি শত কষ্টের মাঝেও,
কত স্বপ্ন দেখেছিলে আমায় নিয়ে
আমাকে তো পাওয়া হলো,
সেই সাথে স্বপ্ন হলো চুরমার
আমাকে বাঁচিয়ে রাখতে গিয়ে,
তোমার ঠিকানা আজ অন্ধকার ঘর
মাটির চার দেয়ালের মাঝে তুমি আছো ঘুমিয়ে,
যার নাম কবর !
আয়েশা সিদ্দিকা কনক
স্থান: টরন্টো, কানাডা
২ Comments
ধন্যবাদ প্রতিবিম্ব প্রকাশ
very good job; Congratulations