কন্যা তুমি
জেবুন্নেছা জেবু
কন্যা তুমি করো না কোন ভুল
হারিয়ে ও না কখনো দুই কূল ,
কামনার প্রণয়ে পিপাসিত যৌবন
একান্তে নিশ্চিত হবেই নষ্ট জীবন।
শিক্ষা অর্জনে বাড়াও নিজ সম্মান
প্রণয়ে পড়ে নষ্ট করো না সময় ও মান,
তোমার সুন্দর ভবিষৎ যে চায়
সে চাইবে না তোমায় কভু কামনায় ।
ভুল পথে বাড়ালে হবে ভুলের বিস্তার
মেয়ে তুমি বুঝিবে সেদিন পাবে না নিস্তার,
যতই তুমি হও আদরের দোষটা হবে তোমার
এ জগতে এ নারীর-ই দায় সংসারটা সবার।
পিতা মাতা ভাই বোন তোমার মঙ্গলকামী
ভুল বুঝো না শুনে অন্যের মিথ্যা প্রেমের বাণী,
যাহারা করেছে মাবাবাকে কঠিন ভাবে মান্য
জগত সংসারে তারাই হয়েছে পদে পদে ধন্য।
কন্যা তুমি আবেগে নিও না কোন সিদ্বান্ত
জীবন সংগ্রামে হতে নেই বিচলিত বা ক্লান্ত,
ভাল মন্দের ভবিষৎ তোমার উপর ন্যস্ত,
উন্নত জাতির গঠন সে ও তোমাতেই যুক্ত।
চিন্তা আর শিক্ষায় হও তুমি প্রগতিশীল
পরিবার গুলো সব তোমাতে নির্ভর শীল,
বোকার মতো পুরুষ হতে করো না সংগ্রাম
তোমার গর্ব নারীত্বে দেয়াই আছে সম্মান॥
12/12/2022
১ Comment
চমতকার লেখা