কন্যা
(আমার একমাত্র কন্যা শচীর জন্মদিন উপলক্ষে কবিতা, যিনি আমেরিকা প্রবাসী ও বিজ্ঞানী)
কন্যা শুধু রত্ন হয়ে মাথার উপর নয়,
কঠোর মনোবলে যেন লোহার মতোন হয়।
নিজের চেষ্টা, নিজের ইচ্ছে তোমার ই যে অধীন,
এ কথাটি বুঝতে হবে, তবেই তুমি স্বাধীন।
স্বেচ্ছাচারে জীবন যাপন, স্বাধীনতা নয়,
কর্মে যদি উদ্যমী হও, হবেই তোমার জয়।
আপস করবে বজায় রেখে তোমার আত্মসম্মান,
নারী হবার সুযোগ নেওয়া, কলঙ্কিত উপাখ্যান।
কাঁধ মিলিয়ে পাশে থেকে হও পুরুষের সাথী,
উপঢৌকন নও যে তুমি, বদলাও পরিস্থিতি।
মানুষ ভেবো নিজেকে প্রথম, নারী তো তারপর,
বিদ্যা বুদ্ধি জ্ঞান নিয়ে হও মানুষ মহোত্তর।
সংকীর্ণতা, কূটবুদ্ধি নও যে, প্রমাণ করো,
উদারতা, জ্ঞানের আলোয় তোমার হৃদয় ভরো।
আধুনিকতায় যাও এগিয়ে এ পৃথিবীর সাথে,
যা কিছু সব ভালো থাকুক তোমার অপেক্ষাতে।
লেখক: কানাডা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান
কানাডা:২২-০৮-২০২২
৪ Comments
congratulations
আমরাও গর্বিত।যোগ্য মায়ের সুযোগ্য কন্যা দেশের সম্পদ।মা ও মেয়ে উভয়ের জন্যই রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
শুভ জন্মদিন শচী হাসান। যোগ্য মায়ের যোগ্য সন্তান। এই বিশেষ দিনে মা এবং মেয়েকে জানাই অজস্র শুভকামনা। আজ সচি হাসান একজন বিজ্ঞানী হয়ে সারা বিশ্বে ক্যান্সার চিকিৎসার গবেষণায় নিজেকে নিয়োজিত করেছে। মানুষ মানুষের জন্য। সচি আজ মানুষের সেবায় নিজেকে নিবেদন করছে।। সচি বাংলাদেশের মেয়ে হয়েও মানুষের জন্য কাজ করছে। এ গৌরব দেশের ও সারা বিশ্বের। এই বিশেষ দিনে সচীর জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা।
আন্টি মামনি।
শুভ জন্মদিন সচি। অনেক ভালো থাকিস মা।
আন্টি মামনি।