১৮৬ বার পড়া হয়েছে
প্রথম প্রেম
– কনিকা মাহমুদ
আমার মনের প্রথম প্রেম তোমায় দিলাম
আঁচলের গিঁট খুলে দুঃখ গুলো আমিই নিলাম।
আমার মতন এমন করে কে বাসে তোমায় ভালো?
পুড়ছি দাবানলে চাইলে আগুন আরো জ্বালো।
কি আসে যায় লোকের কথায় আমার আছো তুমি
দুঃখ সব করবো দূর তোমার কপাল চুমি।
আছে বুকে ব্যথার পাহাড় আকাশ সমান ধরো
তোমার দেয়া দুঃখ গুলো তার চাইতেও বড়।
হচ্ছে বুকে রক্তক্ষরণ বাড়ছে বড় ক্ষত
তুমি তাতে বাড়াও জ্বালা তোমার ইচ্ছে মত।
ব্যথার আঁচড়ে হচ্ছি আমি দিন রাত্রি ব্যাকুল
অঝোর ধারায় প্লাবিত হয় আমার চোখের দুকূল।
সুখের আশায় বুকের ক্ষত হাসি মুখে মেনে নিলাম
আমার প্রথম প্রেম তাই তোমার হাতেই তুলে দিলাম।
২ Comments
খুব সুন্দর লেখনি।
ধন্যবাদ
অভিনন্দন