১৯১ বার পড়া হয়েছে
কথা দাও মা
মোঃ আনোয়ার হোসাইন আসিফ
পৃথীবীর সব সৌন্দর্য
আমি এনে দিবো
তোমার হাতের মুঠোয়
কথাদাও তুমি নিবে?
আকাশের লাজ রাঙা
আবির দিয়ে তোমাকে
সাজাবো আপন হাতে
কথাদাও তুমি সাজাতে দিবে?
স্নিগ্ধ মনোরম আলো
আমি ছড়িয়ে দিব
কথাদাও তুমি ছড়াতে দিবে?
হৃদয়ের সব উষ্ণতা দিয়ে ভালোবাসবো তোমাকে
নিস্তব্ধ নিভুতে একান্ত নিজের করে
কথাদাও তুমি ভালোবাসতে দিবে?
আজ হতে একহাজার বছর পর হলেও আমি তোমারই রব
কথাদাও তুমি আঁচল বিছিয়ে রাখবে?
যেখানেই থাকি ছুটে আসবো
এক বুক ভালোবাসা নিয়ে
কথাদাও প্রিয় মা’ তুমি আমাকে
আলিঙ্গনে জড়াবে?
১ Comment
congratulations