১৭৫ বার পড়া হয়েছে
ভাবনার অন্তরালে:
ভাবনার অন্তরালে
আছো তুমি
মনের ঘরে
গুচ্ছ – গুচ্ছ স্বপ্ন সাজাই
নির্মোহ বাঁচার আনন্দে।
ভাবনার অন্তরালে
আছো তুমি
কতো কথা হবে
হবে গান
জীবন তো নয় এক কাব্য
এঁকে – বেঁকে বয়ে যায় জীবনের জয়গান।
ভাবনার অন্তরালে
আছো তুমি
আনমনা মনে
জীবন তো থাকবে না থেমে
সুখ – দুঃখের সন্ধিক্ষণে।
ভাবনার অন্তরালে
আছো তুমি
অমিত সম্ভাবনা
বিশ্বস্ততা আর উদারতায়
সতত সুন্দর জীবন
ভরে উঠুক পূর্ণতায়।
কংকা চৌধুরী
ইংল্যান্ড।