ও নদীরে, পদ্মা নদীরে
মুহম্মদ নূরুল হুদা (মুনূহু)
নদী আমার নদী
পদ্মা আমার নদী
আমার মায়ের দুধের নহর
পদ্মা নিরবধি
তোমার বুকে মুখ লুকিয়ে
আছি আপন নীড়ে
ও নদীরে, পদ্মা নদীরে
হিমালয়ের হিমবাহ
গঙ্গোত্রীর ধারা,
বুক থেকে তার মা-গঙ্গা
ছুটলো পাগলপারা,
ছুটতে ছুটতে দুই তনয়া
পদ্মা ভাগীরথী,
দুদিকে তার দুই মোহনা
এক সাগরে যতি —
নদী আমার নদী
পদ্মা আমার নদী
বাংলা মায়ের দুধের নহর
বইছে নিরবধি
ও নদীরে,পদ্মা নদী রে
ঢেউথইথই অথই জলে
অপার ডুবসাঁতার
একুল ওকুল দুকুল ভাসে
ভাসে নদীর পাড়
ঘাটের পরে ঘাট পেরিয়ে
খেয়া পারাপার,
স্বপ্নপথেই স্বপ্নসেতু
সত্য হলো যদি…
নদী আমার নদী
জলেস্থল সুখে দুখে
আছি আপন নীড়ে
ও নদীরে, পদ্মা নদীরে
ফেরির সঙ্গে ফেরি জুড়ে
ফেরি পারাপার
মানুষ পাখি নৌকার পাল
উধাও চিৎসাঁতার
বঙ্গবন্ধুর বাংলাদেশে
সোনার তরী ভাসে
শেখ হাসিনার সোনার বাংলায়
পদ্মাসেতু হাসে
হাজার ডানার পাখপাখালি
উড়ছে তীরে তীরে
ও নদীরে, পদ্মা নদীরে
কল্পনাকে হার মানালো
যখন বাস্তবতা,
অবশেষে সত্য হলো
যখন স্বপ্নকথা
সোনার দেশের সোনার মানুষ
সোনার সেতু ধরি
আসাযাওয়ার পথে পথে
কুড়ায় সোনার কড়ি
আলোর দেশে আলোর সেতু
হাসছে আঁধার চিরে
ও নদীরে, পদ্মা নদীরে।
১ Comment
Congratulations