১২৬ বার পড়া হয়েছে
ওই দেখোরে সূর্যি মামা
জেসমিন জাহান নিপা
ওই দেখোরে সূর্যি মামা
অগ্নির ঝাপি মেলে,
রোদের তাপে ঝলসে দিচ্ছে
তাপাদাহের খেলে!
সকাল হলেই পূব আকাশে
আলোর ফুলকি জ্বালে
এমন কষ্ট পাইনি কেহ
পূর্বে কোনো কালে।
জন জীবনে বিপন্ন আজ
সব মানুষই দুখি
বৃষ্টির আশায় চাতকের ন্যায়
সবাই মারে উঁকি।
পানির তেষ্টায় পশুপাখি
তরুলতাও কাঁদে
তীব্র গরম বেড়েই চলছে
ক্ষণিক সময় বাদে।
মৃদুমন্দ বাতাসের ঢেউ
ভ্যাপসা আগুন ঝরা
নদী নালা ফেটে চৌচির
বৈশাখ, জৈষ্ঠ্যের খরা।
আম,জাম,কাঁঠাল,কলা
এই গরমে পাকে
মাঝে মাঝেই হলুদ পাখি
ডাকে বকুল শাখে।
বৈশাখ,জৈষ্ঠ্যের ভর দুপুরে
খোকা খুকু ছোটে
কাঁচা পাকা আমের থোকা
চুপিচুপি লোটে।