১৫৯ বার পড়া হয়েছে
এখনও শরৎ আসে
এ.জে. রনি
এখনও শরৎ আসে শরত যায়,
শুভ্র কাশফুল মৃদু হাওয়ায় দোলে।
পড়ন্ত বিকেলে ছুটে চলি এখনও আমি
এই বুঝি তুমি এলে।
একগুচ্ছ কাশফুল নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে
হাতের মুঠোয় যায় শুকিয়ে।
তোমাকে আজও দেয়া হলো না,
পঞ্জিকায় দাগ কেটে যাই বছর থেকে যুগে।
তুমি আর ফিরে এলে না।
আমি ছিলাম, আছি হয়তো থাকব
তোমারই অপেক্ষায় কোন এক শরতে।
এ.জে. রনি
সেনবাগ, নোয়াখালী।