১৮৩ বার পড়া হয়েছে
একাকী নিশিপক্ষী
এ, জে রনি, সেনবাগ নোয়াখালী
এখন আর শেষ বিকেলে আকাশ দেখা হয় না আমার,
নিঃসঙ্গ বিহঙ্গটা ও সঙ্গী খুঁজে পেয়েছে হয়তো।
সন্ধ্যার আকাশটাও একাকী নেই, লেপ্টে বসেছে সন্ধ্যা তারা।
অবহেলিত ল্যাম্প পোস্টের আলোয় আলোকিত অন্ধ পথ।
তন্দ্রায় আচ্ছন্ন হয়তো সবাই,
তবে, কেন আমি আলোহীন তন্দ্রাহীন, একাকী নিশিপক্ষী..
১ Comment
সুন্দর ভাবনা।