১৭০ বার পড়া হয়েছে
বৃত্ত বন্দি আমি ও শুকতারা
এ. জে রনি
সেনবাগ, নোয়াখালী।
৩১.১০.২১
এতটা পথ হেঁটে পিছনে ফিরে দেখি এখনও আমি বৃত্তের ভিতরে
তবুও হেঁটে চলছি অহর্নিশ।
অগণিত তারায় সজ্জিত আকাশে খুঁজে ফিরি শুকতারা।
সময়ের সাথে আলোকিত আকাশটাও ঢাকা পড়ে অমাবস্যায়।
একটু একটু করে তারারা হেঁটে যায় কৃষ্ণগহ্বরে।
অভিমান ভেঙে তারায় সজ্জিত হোক আকাশ
আমি আকাশ পানে চেয়ে অপেক্ষায় অনন্তকাল,
কোন এক শুকতারার।