কবে ফিরে আসবে তুমি
এস এম রিয়াজ (দাম্মাম, সৌদি আরব )
কতদিন দেখিনি তোমায়
কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে।
আমার আদর, সোহাগ, ভালোবাসাকে বিসর্জন দিয়ে
চলে গেছো তুমি কোন সুদূরে?
আমি আজও আমার ক্ষত-বিক্ষত,
রক্তাক্ত হৃদয় নিয়ে চেয়ে আছি
তোমার আসার পথের পানে ।
কবে ফিরে আসবে তুমি? আমার মনের আঙিনায়,
আবার ভালবাসবে আমায় আগের মত করে ।
ফাল্গুনের লাল কৃষ্ণচূড়া ফুল
ছড়িয়ে রেখেছি তোমার আসার পথে,
বকুল ফুলের মালা গেঁথে রেখেছি
তোমার খোঁপায় পরাবো বলে !
কবে ফিরে আসবে তুমি ?
আবার ভালবাসবে আমায় আগের মত করে।
জোনাকিরা সব আলো জ্বেলে
অন্ধকারকে দূরে ঠেলে,
আলোকিত করে বসে আছে
তোমার আসার পথ।
কবে ফিরে আসবে তুমি?
আবার ভালবাসবে আমায় আগের মত করে।