২১০ বার পড়া হয়েছে
এশিয়ার দলের জয় হোক।
মোঃ আবদুল গনি ভূঁইয়া
এশিয়ার দল কোরিয়া,
হারিকেন দিবে ধরাইয়া।
জিতলে একাই নাচবো,
মোর নাচন ঘরের সবে;
নির্ঘুম নয়নে দেখবো।
কানফাটা ঐ আওয়াজে,
ভাসবে না আর বাতাসে।
চিৎকার চেঁচামেচি করে,
রসদ ফুরিয়ে ফিরবে ঘরে;
কয়দিন একা পড়ে রবে।
ব্রাজিলের হলে পরাজয়,
এই বিশ্বকাপের পতাকা;
উড়বে না আর ঘরে ঘরে।
এশিয়ার দলের জয় হোক,
ফুটবলে পরিবর্তন আসুক।
_________________
মোঃ আবদুল গনি ভূঁইয়া
দক্ষিণ বনশ্রী, ঢাকা।
০৫/১২/২০২২