সম্পর্কের অবহেলা
এম এ হালিম শিশির
২৮-০৭-২০২১ইং
অবহেলা আর অযত্নে বেড়ে উঠা এইজীবন,
তবুও বলি না কারো কাছে আমি লাঞ্ছিত জখম।
জীবন যুদ্ধে বারেবারে হেরেও সফলতার নেশায়,
আজও আমি বক্ষে ধারণ করি বিষক্রিয়া যন্ত্রণা।
বেঁচে থাকার বোধ শক্তি ধীরেধীরে যাচ্ছে পঙ্গু হয়ে,
সঙ্গী পাবার আশায় অস্থির থাকি না এখন ভূখণ্ডে।
পরিযায়ী জীবনে এখন নেই রজনীগন্ধার সুবাস,
কারো সম্মুখে নিজেকে নিয়ে এখন করি না সংলাপ।
প্রয়োজনে কাঁটা ফুলে সম্পর্ক হয় খাঁটি,
অপ্রয়োজনে দেখিছি কতো সুসম্পর্ক হয় চূর্ণবালি।
সমাজ সম্মুখে নিজের দুঃখ করে না যারা প্রকাশ,
সম্মান কলঙ্কিত যেন না হয়, মেকি কথায় ব’লে প্রফুল্ল।
কতোজন চলে গেলো অমিল সম্পর্কের আগুনে পুড়ে,
জানা গেলো পরে দুঃখের রোগাক্রান্ত হয়ে মরলো
আপনত্বের শোকে।
এমন উদারতার মাকড়সার জালে হয়তো আমিও আজ বন্দী,
নীরব ঘাতক সঙ্গীর আগমনে জীবন হারায় মানব অলিগলি।
খোদার হুকুমে মিলে দুটি তরী হয় এক মোহনায় বন্দী,
সম্পর্কের বেড়াজালে তবু কেন আসে দ্বিমত অনুভবের বিষক্রিয়া ত্রুটি?
তবুও খোদার বন্ধন রাখতে চিরন্তন নীরবতায় করি দুঃখ পোষণ,
আমাবস্যার কালো আঁধার নিঃশেষ হবে ব’লে নিশ্চয়ই।
তবুও প্রভুর চরণে করজোড়ে বলি সম্পর্ক হয় যেন হয় খাঁটি,
যার মন যার সাথে মিলে সাগর নদীর একাত্মতায় মিলিয়ে দাও
তুমি একে-অপরকে জাগতিক সুখ শান্তির মিলনমেলায়।