হিংসার বাজার
এম.আর.মনজু
২৬.০৭.২১.
হিংসা দেখতে এসেছি আজ
হিংসাপুরের বাজারে
হিংসা ভরা তাদের মনে
প্রজা এবং রাজারে।
সেনাপতি হিংসা করে
রাজ্যের প্রধান মন্ত্রীরে
গানের সময় করেন
তবলা, কিবোর্ড যন্ত্রিরে।
ভাইয়ের সাথে বোনের হিংসা
চাচার সাথে ভাতিজার
ভাইয়ে ভাইয়ে হিংসা ভীষণ
দাদা-দাদী নাতি যার।
বোনের বোনে হিংসা করে
লাভটা বোনের জামাইয়ের
হিংসা লাগে বায়রা বায়রার
দ্বন্ধ বেশী কামাইয়ের।
ভাগিনা-ভাগিনী মামলা-
যে হয়, মামার সাথেতে
নানা-নানি খুন হলোরে
গভীর কালো রাতেতে।
ছেলের হিংসা পিতার ধনে
মেয়ের সাথে মায়ের
ভাবীর সাথে ননদেরও
হিংসা জায়ে-জায়ের।
নেতায় নেতায় হিংসা করে
আমজনতার মরণ হয়
পেশীশক্তি যার বেশীরে
সকল সময় তাদের জয়।