কবিতাঃ
বন্ধুত্বের বক্ররেখা
বয়সের সাথে পাল্লা দিয়ে
সময়ের পরিক্রমায় হারিয়ে যায়
বন্ধু নামের সৌভাগ্য মুদ্রা।
শৈশব, কৈশোরের অবুঝ, সবুজ দিন গুলো নিমিষেই ঢেকে যায়
নিয়তির নিষ্ঠুর মেঘে।
কত শত শ্রাবণ আসে
শ্রাবণ যায় শ্যাওলা পড়া উঠোনে কাদামেখে পিছলে পড়ে অট্টহাসিতে ফেটে পড়ি না আমরা।
যোগ বিয়োগের হিসেব ভুলে এখন আর কেউ ছুটে আসে না
ডুবসাঁতার কিংবা গোল্লাছুটে।
এখন আমরা পোশাক, যোগ্যতা, আভিজাত্য আর অর্থনৈতিক নিক্তিতে হিসেব কষি।
বার বার অর্থের অনর্থ এসে ঘাঁটি গাড়ে বন্ধুত্বের মধ্যখানে।
অণুকাব্যঃ
অপেক্ষার অষ্টপ্রহর
আঁচলে প্রদীপ ঢেকে চন্দ্রমুখী
বদনে, অপেক্ষার অমাবস্যা মেখে
এখন আর কেউ প্রহর গুনে না।
আটপৌরে নিঃসঙ্গতার করুণ
শানাইয়ের বিষাদ সুরে কেটে যায়
জীবনের অষ্টপ্রহর।
তাং ০৪.০৯.২০২১
অণুকাব্যঃ
পাল টানা সময়
যে জীবন অপ্রাপ্তির কুয়াশা চাদরে ঢাকা
সে জীবনে সোনা রোদ্দুর মাখা সুপ্রভাত
ডুমুরের ফুল।
পাল টানা স্রোতস্বিনী সময়ে কেবল স্রোতের শ্যাওলার মত
গন্তব্যহীন গা ভাসিয়ে ছুটে চলছে এ জীবন।
এম. আবু নাসের
সেনবাগ, নোয়াখালী
১ Comment
অনেক সুন্দর লেখনি প্রিয় সেনবাগীয়ান