১৭০ বার পড়া হয়েছে
জোসনার ত্রিশূল
এম, আবু নাসের, নোয়াখালী
ও জোসনা
এই স্নিগ্ধ আলোতেও আমি ঝলসে যাচ্ছি,
খসে যাচ্ছে হৃদয়ে ব্যথার প্রলেপ ঢাকা এই চামড়া।
নিজের ছায়ায় নিজেকেই হারিয়ে খুঁজছি
এ, এক অষ্ট প্রহর কানামাছি খেলা,
চারিদিকে নীলাভ আলোর রোশনাই
যেন জোসনার ত্রিশূল হয়ে বিঁধছে বুকে বারে বার।
আমি জোসনা চাই না জোসনা…
চাই দুহাত পেতে,
নেমে আসুক ঘোর অমানিশা।
৫ Comments
দারুণ উপস্থাপন ।
অসাধারণ
very good job; very good response. congratulations.
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন।
ধন্যবাদ