২২৪ বার পড়া হয়েছে
আবছা হৃদ
এন.আই.রোকন আল জাহাঙ্গীর
রজনীকান্তের প্রভায় দীপ্তিময় হয় যেমন ত্রিযামা,
তেমনি রাব্বুল ফালাকের প্রভায় পুরিয়ে দাও রোষের দামামা
স্পৃহা রিক্ত কর ক্ষণ কর তব মন।
দিরত সম তমিস্রার কেন এত আয়োজন?
তব মাঝে মোর কেন এত অন্তর?
কেন তব হৃদ এত শ্রমকাতর?
ইষৎ হিংসায় লভিবেনা ভগবান,
লোর দিয়ে ধুলে পাবি তার চরণ।
অজ্ঞাত সেই মহাজন হবে জ্ঞাত,
হালত অতিমাত্র নিথর কর দ্রুত।
বল হে অনির্বাণ কর মোরে দান,
তুমিত দাতা, নিরুপম ও রহমান।
তব আভা মম ললাটে দে আলক্ষে জ্বালিয়ে।
মম অখ্যাতি দুর করেদে তব জ্যোতি দিয়ে।
আবছা হৃদে আভার সন্ধান,
তব সাহায্যেই সম্ভব হে মহিয়ান।
১ Comment
সুন্দর উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম ।