এক মিমির গল্প
সৈয়দা রোখসানা বেগম
পাইলট গোষণা দিলেন সিট বেল্ট বেঁধে নিন ও মোবাইল ফোন অফ করে নিন I আমি সবসময়ই বোর্ডিং পাস নিয়ে প্লেনে বসার আগেই ফোন অফ করে দেই I কারণ জানা নেই , অনুভূতি কাজ করেনা তখন দেশ থেকে ফেরার সময় I দেখলাম পাশের মেয়েটি বেল্ট নিয়ে টানাটানি করছে, বললাম লাগিয়ে দেবো ?
-হুম
লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসলাম I প্লেন টেকঅফ করবে কিন্তু মেয়েটি ফোন অফ করছেনা ভিডিওতে কাকে যেনো প্লেন এর ভিতর দেখাচ্ছে আর ভগ্নহৃদয়ে অঝোরে কাঁদছে ! একটু পরপর অন করছে আর কথা বলছে I বললাম পাইলট ফোন বন্ধ করতে বলেছে I বুঝলো কি বুঝলোনা কি জানি ! কিন্তু কান্না থামছেনা I
যথারীতি প্লেন টেকঅফ হওয়াতে একটি মুভি দেখা শুরু করলাম , দেখলাম মেয়েটি আমার স্ক্রিন এর তাকিয়ে আছে , বললাম তোমারটা অন করো I
– পারিনা
– আমি করে দেবো ?
– দেন
-কি দেখবে ?
– গান দেন
– বাংলা গান তো নেই হিন্দি দেব?
-দেন
লক্ষ্য করলাম ও দেখছেও না শুনছেও না , শুধুই অস্থির I ভাবলাম কথা বলি ! আমি নিজে থেকে গল্প করার মানুষ নই , কেও করলে অনেক কথাই হয় তবে যেচে পারিনা ! যাই হোক জিজ্ঞেস করলাম কোথায় যাবে ?
– দাম্মাম , সৌদিআরব
– হ
– আপনি কই যাইবেন ?
– ক্যানাডা
– এই যে ৪ বছরের পোলাটারে বাপের কাছে রেখে চাকরী করতে যাই বলে ছবি দেখালো
-বললাম আহা ! বাবাকে পাঠাতে তুমি বাচ্চার কাছে থাকতে !
– ওর বাপে বিদেশ যাইবোনা , দেশেই থাকবো
– বললাম ভালোতো !
-আপা পাঁচ বছর হইছে বিয়া হইছে কোনো কাম কাজ ঠিক মতো করেনা ! ঘরে দুই কেজি চাল দেখলে চার দিন বইয়া থাকে !
পোলাডারে ঠিকমতো খাওয়াইতে পারিনা , বড় হইতাছে স্কুলে দিতে হইবো বাপের কোনো চিন্তা নাই ! বললাম দেশেই কিছু করতে পারতা I বললো এতদিন তো গার্মেন্টস এ কাম করছি I
রাত করে বাসায় আসি তাই ছাড়ায় দিছে !
– পোলাটা ক্ষিদা সহ্য করতে পারেনা , ওর বাপে কইছে নিজের সুখের লাইগ্যা যাইতেছো বুজ্যা লইও কইলাম ! ছেলে মানুষ তো আপা অন্য মাইয়ার কাছে গেলে গা আর কি করুম ! তয় আমি হেরে ছাইড়া কোনোখানে যাইনাই যামু ও না !
বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো আমার , বললাম কিন্তু তোমার ছেলেটা তো তোমার কাছ থেকে দূরে সরে যাবে !
বললো না আপা ! আমি মা না ! যাইবোনা !
প্লেন টা দেখাইছি পরে পোলায় কয় মা তোমারে এইরম একটা বড় প্লেন কিন্না দিমুনে বড় হইয়া তোমার যায়ন লাগবোনা I
তখন আমি ব্যস্ত হয়ে পড়লাম. নিজের কান্না লুকাতে !
ও আমাকে বলতে থাকলো তুমি অনেক বড় মানুষ আপা ?
বললাম , নাতো কেন ?
বললো এইযে পরিবরের সবাইকে নিয়ে থাকো !
ও কি বুজলো কে জানে ! আমি শুধু চোখ মুছে যাচ্ছি !