এক পশলা বৃষ্টি
মাসুদা বিউটি
আমার স্বপ্নের ক্যানভাসে অজান্তেই
ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক ছবি
একটু আগেই হয়ে গেল এক পশলা বৃষ্টি,
সোনালী স্মৃতির ঝরোকার মতো
ঝরে গেল অনায়াসেই!
মৃদু সুখের ধাক্কা দিয়ে যায় আমার মনে,
একান্ত মুহূর্তে-
রিমঝিম ছন্দে চলে বৃষ্টির
তাল,লয়,সুর
আমি খুঁজি সেই ছবি দেখার অজুহাত,
এটা ভালোবাসা কি না আমি জানি না।
প্রেমের স্মৃতিমঞ্জরী-
নীল সৌন্দর্যে রাখার তীব্র আকাঙ্ক্ষা
একাকিত্বের নীল বিষাদে দুঃখ বিলাস!
অভিমানে হিম হয়ে আসে আমার চোখের জল,
কাজলাদিঘির টলটলা জলের মতো।
অবিরাম ঝরে যাও বৃষ্টি
এক পশলা নয় অনেক,
অ-নে-ক বৃষ্টি চাই আমি
সারাক্ষণ, সারাদিন, সারাবেলা।
বৃষ্টির মতো-
আমার জীবনের আকুলতা
সে আমার ভালোবাসা।